ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। একই সময় নতুন করে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের জারি করা দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নতুন রোগীদের ভর্তির সংখ্যা বিভাগ–ওয়ারি হিসেবে–,বরিশাল: ৮৩ জন, চট্টগ্রাম: ১৩৪ জন, ঢাকা বিভাগ (সিটি এলাকার বাইরে): ১২১ জন, ঢাকা উত্তর সিটি: ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি: ৮১ জন, খুলনা বিভাগ (সিটির বাইরে): ১১২ জন, ময়মনসিংহ: ৪৪ জন, রাজশাহী: ৪৮ জন, রংপুর: ১৯ জন ও সিলেট: ৭ জন।
গত এক দিনে ১,১১১ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৭ হাজার ৪৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ৯০ হাজার ২৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, আর মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
২০২৪ সালে ডেঙ্গুতে হাসপাতাল ভর্তি: ১,০১,২১৪ জন, মৃত্যু: ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে হাসপাতাল ভর্তি: ৩,২১,১৭৯ জন, মৃত্যু: ১,৭০৫ জন।
দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক থাকায় বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।



























