শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রাহায়ণ ১৪৩২

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ৪ ডিসেম্বর ২০২৫

জবিতে স্নাতক ভর্তি: আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৬২ ছাড়িয়েছে

জবিতে স্নাতক ভর্তি: আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৬২ ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি হতে আবেদনকারীর চাপ দিন দিন বেড়েই চলেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১ লাখ ৭৭ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। ফলে প্রায় ২ হাজার ৮১৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা দাঁড়িয়েছে ৬২ জনেরও বেশি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তির ভিত্তিতে জানা যায়, ২০২২ বা ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামী ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। আবেদনের শেষ মুহূর্তে সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এবারের পরীক্ষায় ভর্তি আবেদনের ফি—

এ, বি, সি ও ডি ইউনিটে: ১,০০০ টাকা (সার্ভিস চার্জসহ)

ই ইউনিটে (চারুকলা): ১,২০০ টাকা (সার্ভিস চার্জসহ)
বিকাশ, রকেট, সেলফিনসহ মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ফি প্রদান করতে পারছেন শিক্ষার্থীরা।

পরীক্ষার সময়সূচি-

ই ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩.০০–৪.৩০টা

এ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর, সকাল ১১.০০–১২.০০টা

সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর, সকাল ১১.০০–১২.০০টা

ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬, সকাল ১১.০০–১২.০০টা

বি ইউনিট (কলা ও আইন অনুষদ): ৩০ জানুয়ারি ২০২৬, বিকাল ৩.৩০–৪.৩০টা

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতিতে তারিখ ও সময় পরিবর্তনের প্রয়োজন হলে তা আগে থেকেই এসএমএস ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে। সকল ইউনিটেই বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এবং আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জনপ্রিয়