‘সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগান দেওয়া ঠিক হয়নি: মেঘমল্লার বসু

জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। It was beneath me।’
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে শিবিরের বর্তমান প্রজন্মের নেতাদের নিয়ে এ ধরনের স্লোগান দেওয়া থেকে বিরত থাকবেন। পাশাপাশি সহযোদ্ধাদেরও সচেতন থাকার আহ্বান জানান।
তবে পোস্টে তিনি এও জানান, ‘বাকি যা করসি বেশ করসি, আরও করব।’