জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের দোয়া

তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস নোয়াখালী শহর শাখার আয়োজনে পৌর বাজার মসজিদে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী শহর শাখার সভাপতি ওমায়ের হাসনাত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইয়াকুব মিয়াজী, প্রাক্তন জেলা সভাপতি মিজানুর রহমান ফুয়াদ, প্রাক্তন জেলা সভাপতি মাওলানা পেয়ার আহমেদ হুজাইফা, প্রাক্তন সভাপতি মাওলানা শহীদ উদ্দিন মুকিত, বায়তুল মাল সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, নোয়াখালী সরকারি কলেজের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল অনি সহ আরো অনেকে।
পরে এক সংক্ষিপ্ত আলোচনায় তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরিহ ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি বর্ষণ করার ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।