ভর্তিচ্ছুদের সহায়তায়
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে তথ্য সহায়তা কেন্দ্র

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের চূড়ান্ত ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
রবিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হয় দিনব্যাপী ভর্তি কার্যক্রম। এ উপলক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হয় মোট ৮টি তথ্য সহায়তা কেন্দ্র।
এই তথ্য সহায়তা কেন্দ্রগুলো পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বিভাগীয় ছাত্র এসোসিয়েশনসমূহ। শিক্ষার্থীরা যেন সঠিকভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে কাগজপত্র যাচাই, ফরম পূরণ, বিভাগ নির্বাচন, ক্লাস শুরুর সময়সূচি ও হোস্টেল সংক্রান্ত নানা বিষয়ে সরাসরি দিকনির্দেশনা প্রদান করা হয় এসব স্টল থেকে।
খুলনা এসোসিয়েশনের হেল্পডেস্কে দায়িত্বে থাকা শিক্ষার্থী সুষ্মিতা রায় বলেন, খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে নবাগত শিক্ষার্থীদের প্রশাসনিক কাজে তথ্য দিয়ে সহযোগিতা করছি, এবং ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ ও জায়গা চিনতে সাহায্য করছি।
মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে দেওয়া স্টলে দায়িত্ব পালন করা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা ভর্তি হতে আসা শিক্ষার্থীদের জানাচ্ছি কখন, কোথায় কোন কাগজ জমা দিতে হবে, কোন দিক দিয়ে কোন বিভাগে যেতে হবে, এমনকি হোস্টেল, মেডিকেল সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অবস্থানও বুঝিয়ে দিচ্ছি—যাতে তারা কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ে সহজেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
নরসিংদী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিম সরকার বলেন,আমাদের চেষ্টা ছিলো শিক্ষার্থীদের সঠিক তথ্য ও সহায়তা প্রদান, যাতে তারা নির্দ্বিধায় চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে। অনেক শিক্ষার্থী ছিল, যারা জানতো না কোথায় টাকা জমা দিতে হবে, ফরম কোথায় পাওয়া যাবে, কিংবা কোন ভবনটি কোনটি। আমরা তাদের সঙ্গে গিয়ে প্রয়োজনীয় জায়গাগুলো চিনিয়ে দিয়েছি এবং প্রক্রিয়ায় সহায়তা করেছি। আজকে যারা এসেছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থী। তারা মূলত মার্কশিট সংগ্রহ করতে এসেছে। চূড়ান্ত ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। তবে ৫ আগস্ট সরকারি ছুটি থাকায় এইদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।