বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭, ৬ আগস্ট ২০২৫

শিবিরের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের নিন্দা জানাল ঢাবি সাংস্কৃতিক সংসদ

শিবিরের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের নিন্দা জানাল ঢাবি সাংস্কৃতিক সংসদ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

 

সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের আয়োজন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগের প্রতি চরম অশ্রদ্ধা। স্বাধীন বাংলাদেশে এই আয়োজন কেবল ইতিহাস বিকৃতি নয়, বরং জাতীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছে তারা।

ঢাবি সাংস্কৃতিক সংসদ জানিয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর। মুক্তিযুদ্ধ, শহীদদের ত্যাগ ও স্বাধীনতার চেতনাকে অবমাননাকারী যে কোনো প্রচেষ্টা এই বিশ্ববিদ্যালয়ে স্থান পাবে না। সাংস্কৃতিক সংসদ এ বিষয়ে সদা সতর্ক ও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া এবং সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী একটি সংগঠন। অতীতে যেমন তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, তেমনি আজও স্বাধীনতাবিরোধী ও চেতনা পরিপন্থী শক্তির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ