শুক্রবার ২২ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৪, ২১ আগস্ট ২০২৫

ভিপি প্রার্থী বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের তাহমিনা

ভিপি প্রার্থী বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের তাহমিনা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার।

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ইমাম হায়াত। এর ছাত্র সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট থেকে এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হলো তাহমিনা আক্তারের নাম।

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি নিরাপদ ক্যাম্পাস গড়তে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সংগঠনের আন্দোলন-সংগ্রামে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশেষ করে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচি, মাজার ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থানে হামলা, তোফাজ্জল হত্যাকাণ্ড, ঈদে আজমের জুলুসে হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত একাধিক বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন তাহমিনা আক্তার। সাহসী ভূমিকার কারণে তিনি সংগঠনের মধ্যে বিশেষভাবে পরিচিত।

ডাকসু ভিপি প্রার্থী হিসেবে তিনি সকল মানবিক শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।