শনিবার ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ১৬ আগস্ট ২০২৫

শেকৃবি খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

শেকৃবি খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
শেকৃবি খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, এ্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরফান আলীসহ সিনিয়র শিক্ষকবৃন্দ। এছাড়া শেকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহিল কাফি, কৃষিবিদ মহতির হাসান অন্তর, কৃষিবিদ মো. মেসবাউল আলম, কৃষিবিদ জিব্রাইল শরীফ, কৃষিবিদ সোআইব ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, কৃষিবিদ মো. মোরসালিন খন্দকার অনিক, কৃষিবিদ মো. ইমরান, মো. তাকরিম, মো. মারুফ হাসান, মো. রবিউল ইসলাম, মো. আতিকুর রহমান, মো. আরাফাত মিরাজ, মো. নাইমুর রহমান নিলয়, মো. সারোয়ার জাহান, মো. ফয়সাল অভি, মো. সোহেল রানা, ইব্রাহিম রাকিব, রাতুল হাসান রুম্মন, মো. সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে গরীব ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ