বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ৭ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিলো ইসলামি ছাত্র আন্দোলন

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিলো ইসলামি ছাত্র আন্দোলন
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য সর্বপ্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই প্যানেল ঘোষণা করে এবং নির্বাচনী ইশতেহার তুলে ধরে।

 

সংগঠনটির ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক (জিএস) পদে খায়রুল আহসান মারজান এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

এছাড়াও সম্ভাব্য পূর্ণাঙ্গ প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন:

আবু বকর (শিক্ষা ও গবেষণা), মোহাম্মদ আলী (ইসলামিক স্টাডিজ), প্লাবন আহমেদ (ইইই), আ. রহমান মাহফুজ (ইসলামিক স্টাডিজ), ইলিয়াস তালুকদার (আইবি), জুরাইয়া আক্তার (মলিকুলার সাইন্স), মুঈনুল ইসলাম (ইতিহাস), ইমরান হোসাইন (ব্যাংকিং), ইসমাইল হোসাইন (ইতিহাস), সাব্বির আহমেদ (ইতিহাস), মানসুরুল হক শান্ত (ফিন্যান্স), মোসা. হাবিবা (ভাষাবিজ্ঞান), শাহরিয়ার জাবির (আইন), ওমর ফারুক (ইসলামিক স্টাডিজ), আফজাল হোসাইন সিয়াম (আরবী), নূরুল জান্নাত মান্না (আরবী), ইকরামুল কবির (ইসলামিক স্টাডিজ), আরিয়ান মাহমুদ রাসেল (ইসলামিক স্টাডিজ), মোহাম্মদ রিয়াদ (ওএসএল), রেজাউল করিম (আরবী), এরফান মোহাম্মদ (জার্নালিজম), জাকিয়া মুন (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন), আব্দুর রহিম (ইসলামিক স্টাডিজ) ও আব্দুর রহমান মাহফুজ (ইসলামিক স্টাডিজ)।

সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র রাজনীতি ভূমিকা রেখেছে। তবে বর্তমানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, গেস্ট রুম সংস্কৃতি, শিক্ষক লাঞ্ছনা ও মাদক বিস্তারের মতো ঘটনা শিক্ষার পরিবেশকে ধ্বংস করছে। আমরা কল্যাণমুখী ছাত্র রাজনীতির ধারায় এসবের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি।”

তিনি ডাকসু নির্বাচনকে ঘিরে ‘পুঁজিবাদী আস্ফালন ও টাকার ছড়াছড়ির’ সমালোচনা করেন এবং সততার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।

 

ঘোষিত ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো:

  • ছাত্রী হলে ফ্যান বা এসি সুবিধা
  • রেজিস্ট্রার অফিস ডিজিটালাইজেশন
  • নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ
  • শতভাগ আবাসন সুবিধা ও মান উন্নয়ন
  • গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব উন্নয়ন
  • ডিজিটাল লাইব্রেরি ও স্মার্ট ক্লাসরুম
  • অনলাইন ক্লাস ও পরীক্ষার উন্নয়ন
  • বিভাগ ও হলে দুর্নীতিবিরোধী ছাত্র-অভিযোগ সেল
  • মানসিক স্বাস্থ্য সহায়তায় হেল্পলাইন ও কাউন্সেলিং
  • ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং
  • ছাত্র রাজনীতিতে সহাবস্থান ও গঠনমূলক পরিবেশ

সংগঠনটি দাবি করে, নির্বাচনে বিজয়ী হলে একটি গণমুখী ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে প্রশাসনকে বাধ্য করবে তাদের প্যানেল।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ