বুধবার ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:১০, ৯ আগস্ট ২০২৫

ঢাবির হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

ঢাবির হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ১৭ জুলাই ২০২৪-এ গৃহীত ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য—উভয় ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন।

 

শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন।

এর আগে মধ্যরাত থেকে বিভিন্ন হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হয়। নারী শিক্ষার্থীরা গেট ভেঙে বাইরে বেরিয়ে আসেন এবং বিভিন্ন হল থেকে পুরুষ শিক্ষার্থীরাও ছোট ছোট মিছিল নিয়ে টিএসসিতে একত্র হন। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বরে পৌঁছান।