শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরের সময়সূচি প্রকাশ

এশিয়া কাপের সুপার ফোরের সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার জয়ে অনিশ্চয়তা কেটে এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়েই লিটন দাসের দল শেষ চারে জায়গা পায়।

গ্রুপপর্বের একটি ম্যাচ এখনও বাকি থাকলেও চূড়ান্ত হয়েছে সুপার ফোরের সূচি। গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ভারত, রানার্সআপ পাকিস্তান। আর গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকে শ্রীলঙ্কা ও রানার্সআপ হয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সুপার ফোর সূচি

  • ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই
  • ২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, দুবাই
  • ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, আবুধাবি
  • ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত, দুবাই
  • ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান, দুবাই
  • ২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, দুবাই

২৮ সেপ্টেম্বর দুবাইয়েই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
 

সম্পর্কিত বিষয়: