প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো আলোচিত ধারাবাহিকে অভিনয় করে তিনি পাকিস্তান ছাড়াও বাংলাদেশি দর্শকদের মন জয় করেছেন আগেই।
সম্প্রতি এক ভিডিও বার্তায় হানিয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।”
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া হানিয়ার অভিনয়যাত্রা শুরু হয় ২০১৬ সালে, রোমান্টিক কমেডি চলচ্চিত্র *জানান* দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর খুব দ্রুতই তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হন।
তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, মোহময়ী উপস্থিতি ও ফ্যাশন সেন্সের কারণে তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় এই তারকা বর্তমানে পাকিস্তানের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত ও অনুসরণীয় অভিনেত্রীদের অন্যতম।