শুধু বেঁচে থাকার চেয়ে জীবন উদযাপন করাই শ্রেয় : পরীমণি
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই বেশ আড়ম্বরের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবারের জন্মদিনে ভিন্নতা ছিল আয়োজন ও পরিবেশে—দেশের বাইরে, মালয়েশিয়ায় বিশেষভাবে জন্মদিন পালন করেছেন তিনি।
অভিনেত্রীর জন্মদিন উদযাপনের খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ রঙিন ছবি শেয়ার করেছেন পরীমণি, যেখানে তাকে কেক হাতে মিষ্টি হাসিতে উজ্জ্বল রূপে দেখা গেছে।
ছবির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে পরীমণি লিখেছেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা—সবকিছু নিয়েই আজকের এই জীবন।”
পোস্টের শেষে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন তিনি, সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
অভিনেত্রীর পোস্টে ভক্তরাও শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “হ্যাপি বার্থডে ডিয়ার পরীমণি।” আবার কেউ প্রার্থনা করেছেন, “দোয়া করি আপনার আগামী দিনগুলো ভালো হোক, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।”



























