২৩ বছরে না ফেরার দেশে অভিনেত্রী
মাত্র ২৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন তরুণ অভিনেত্রী ইসাবেল টেট। গত ১৯ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তিনি বিরল এক স্নায়বিক রোগ—চারকোট-মেরি-টুথ সিনড্রোমে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন এই জটিল রোগের সঙ্গে লড়াই করে অবশেষে পরাজিত হন ইসাবেল।
অভিনয়জীবনে ইসাবেল সবচেয়ে বেশি পরিচিতি পান টেলিভিশন নাটক ‘৯-১-১: ন্যাশভিল’-এর পাইলট পর্বে অভিনয়ের মাধ্যমে। এর মধ্য দিয়েই তিনি দর্শকদের নজর কাড়েন। সিরিজটির শুটিং হয় গত জুনে, আর এটি সম্প্রচারিত হয় ৬ অক্টোবর।
ইসাবেলের ম্যানেজার ও ম্যাকক্রে এজেন্সির কর্ণধার কিম ম্যাকক্রে এক বিবৃতিতে বলেন, “আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে ইসাবেল টেট আর আমাদের মাঝে নেই। কিশোর বয়স থেকেই আমি তাকে চিনি। সম্প্রতি সে অভিনয়ে ফিরেছিল, এবং তার প্রথম অডিশন ছিল ‘৯-১-১: ন্যাশভিল’-এর জন্য। সেটের প্রতিটি মুহূর্ত সে প্রাণবন্ত করে তুলেছিল।”
ছোটবেলা থেকেই মডেলিং ও অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণ ছিল ইসাবেলের। অভিনয়ের পাশাপাশি তিনি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মৃত্যুর পর ইসাবেলের পরিবার জানিয়েছেন, “আমাদের প্রিয় ইসাবেলের স্মৃতিকে সম্মান জানাতে ফুলের পরিবর্তে অনুরাগীদের প্রতি অনুরোধ— চারকোট-মেরি-টুথ অ্যাসোসিয়েশন-এ অনুদান দিন।”
ইসাবেলের পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার মা ক্যাটরিনা, সৎবাবা বিষ্ণু জয়মোহন, বাবা জন ড্যানিয়েল, এবং বোন ড্যানিয়েলা।
তরুণ বয়সেই হারিয়ে গেলেন প্রতিশ্রুতিশীল এক অভিনেত্রী। ইসাবেলের প্রয়াণে শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।



























