বিয়েতে অনীহা ভারতীয় অভিনেত্রীর
ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিলের নাকি বিয়ে নিয়ে রয়েছে এক অদ্ভুত অনীহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলিভাবে জানিয়েছেন, মন থেকে বিয়ে করতে চান না তিনি—এর পেছনে রয়েছে গভীর এক কারণ।
শেহনাজের ভাষায়, “বিয়ে ঠিকঠাক না হলে একজন নারীর জীবন নরক হয়ে যেতে পারে।”
অভিনেত্রী আরও বলেন, “ব্যক্তিগত জীবনেও সিনেমার মতোই ঘটনা ঘটে। বাবা-মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার পর একজন নারী নিজের পুরো জীবন এক পুরুষের জন্য উৎসর্গ করে। এটা খুব বড় একটা সিদ্ধান্ত। কিন্তু যদি বিয়ে সঠিক না হয়, তার প্রভাব ভয়ানকভাবে পড়ে একজন নারীর জীবনে।”
বর্তমানে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই শেহনাজ গিলের। তবে ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি।
‘বিগ বস ১৩’-এর অন্যতম জনপ্রিয় প্রতিযোগী হিসেবে ব্যাপক পরিচিতি পান শেহনাজ। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্ক একসময় বলিউডে ছিল অন্যতম আলোচিত বিষয়। সিদ্ধার্থের অকালমৃত্যুর পর অনেকে মনে করেন, সেই শোকই হয়তো এখনো তাকে নতুন সম্পর্কে জড়াতে বাধা দিচ্ছে।
ভক্তদের ধারণা, বিয়ে নিয়ে শেহনাজের মনে এখনো অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। তবু তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিচ্ছেন ভেবে-চিন্তে—মন থেকে নয়, বুদ্ধি দিয়ে।



























