শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ৩১ অক্টোবর ২০২৫

সোনার গয়না চুরির অভিযোগ, গ্রেফতার অভিনেত্রী

সোনার গয়না চুরির অভিযোগ, গ্রেফতার অভিনেত্রী
ছবি: সংগৃহীত

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্তকে চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বড়বাজারের নন্দরাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পোস্তা থানা এলাকার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে রূপার বিরুদ্ধে।

ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন, দুটি সোনার বালা এবং নগদ ৪ হাজার রুপি চুরি করেন তিনি বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযোগের প্রায় ১৫ দিন পর অভিনেত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ মার্চ কলকাতা বইমেলায় পকেটমারের অভিযোগে রূপা দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেসময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকা ও একাধিক পার্স উদ্ধার করা হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জনপ্রিয়