শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ৮ নভেম্বর ২০২৫

বিয়ে না করলে নিজের ছেলেকে পেতাম না : শ্রাবন্তী

বিয়ে না করলে নিজের ছেলেকে পেতাম না : শ্রাবন্তী
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ব্যক্তিগত জীবনে যত ঝড়-ঝঞ্ঝাই আসুক, সব সামলে হাসিমুখে পেশাদার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তিনবার বিয়ে ভেঙে যাওয়ার পরও নিজের ছেলেকে মানুষ করেছেন একাই। দুই প্রাক্তন স্বামী নতুন সংসার গড়লেও, শ্রাবন্তী কখনও ছেলের জীবনে সেই ব্যর্থতার ছায়া ফেলতে দেননি।

মায়ের দায়িত্ব পালনে নিজের ক্যারিয়ার পর্যন্ত একসময় থামিয়ে রেখেছিলেন এই অভিনেত্রী। শ্রাবন্তীর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয় ‘চ্যাম্পিয়ান’ ছবির মাধ্যমে, যা বক্স অফিসে ছিল দারুণ সফল। তখন তিনি মাত্র দশম শ্রেণির ছাত্রী।

ভালোবাসার টানে মাত্র ১৬ বছর বয়সে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। বছর ঘুরতেই মা হন তিনি। মাত্র ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই জন্ম দেন একমাত্র ছেলে ঝিনুককে।

সম্প্রতি এক পডকাস্টে শ্রাবন্তী বলেন, “আমার কাছে ‘প্রায়োরিটি’ খুব গুরুত্বপূর্ণ। সেই সময় ভেবেছিলাম, নিজেকে কিছুটা সময় দেব।”

তিনি আরও যোগ করেন, “হয়তো ছোট বয়সে বিয়ে করাটা ভুল ছিল, কিন্তু সেটা আমার কপালে ছিল। তবে সেই বিয়ে না হলে হয়তো আমি আমার ছেলেকে পেতাম না। ঝিনুককে খুব ছোটবেলায় পেয়েছি।”

ছেলেকে নিয়ে নিজের জীবনের সেই সময়ের কথা স্মরণ করে শ্রাবন্তী বলেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি তখনও খুব ছোট ছিলাম। মনে হয়েছিল, ছেলেকে সময় দিই। ওর জন্ম আর বেড়ে ওঠার সময়টা আমি খুব উপভোগ করেছি।”

চলচ্চিত্রের আলো ঝলমলে জগতে থেকেও শ্রাবন্তী তাই প্রমাণ করেছেন—একজন মা হিসেবে তার অগ্রাধিকার সবসময় পরিবার ও সন্তানের প্রতিই।

জনপ্রিয়