নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা : স্পর্শিয়া
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের একটি বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অর্চিতা স্পর্শিয়া। সেখানে তিনি প্রায়ই নিজের ভালো লাগার মুহূর্ত ও ভাবনা শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
সম্প্রতি এক পোস্টে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, “যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না তো যাকে ছোট করার চেষ্টা করেন, সে ছোট হয়; না তো কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।”
তিনি আরও লেখেন, “আর কোনও মেয়েকে বা মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মনমানসিকতা এবং সুশিক্ষার ওপর।”
প্রসঙ্গত, অর্চিতা স্পর্শিয়া শুধু মডেলিং বা টিভি বিজ্ঞাপনেই নয়, নাটকেও সমান দক্ষতা দেখিয়েছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ নাটকে অভিনয় করে ২০১৩ সালে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।



























