বিয়েরও মেয়াদ থাকা উচিত: কাজল
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি কাজল ও অজয় দেবগণ। ২৭ বছরের দাম্পত্য দুজনের। ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন। কাজলের মুখে হঠাৎ বিয়ে নিয়ে অন্যরকম কথা শুনে দাম্পত্যে ফাঁটলের ইঙ্গিত ।
টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেলের সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন ভিকি কৌশল এবং কৃতি শ্যানন। শো চলাকালীন, একটি প্রাণবন্ত আলোচনা শুরু হয়েছিল যখন অজয় ঘরণী হঠাৎ বলেন, বিয়ের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং নবায়নের সুযোগ থাকা জরুরি।
শোতে টুইঙ্কেল প্রশ্ন রেখেছিলেন, বিয়ের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং নবায়নের সুযোগ থাকা উচিত? কৃতি, ভিকি এবং টুইঙ্কল সকলেই একবাক্যে জানান, মোটেই নয়।
তবে কাজল এই ধারণাটিকে সমর্থন করে জানান- অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাক উচিত। চেনা ভঙ্গিতে টুইঙ্কেল মজা করে বলেন, ‘এটি বিয়ে, ওয়াশিং মেশিন নয়’।
পাল্টা জবাবে কাজল বলেন, ‘আমি অবশ্যই তাই মনে করি। কী গ্যারান্টি দেয় যে আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে বিয়ে করবেন? তাই নবায়ন করার সুযোগ থাকা উচিত এবং যদি মেয়াদোত্তীর্ণ তারিখ থাকে তবে কাউকে খুব বেশি সময় ধরে কষ্ট পেতে হবে না’।
এমনকি তিনি টুইঙ্কেলকে গ্রিন জোনে তার সাথে যোগ দিতে রাজি করানোর চেষ্টা করেছিলেন। পরের বক্তব্য ছিল, 'টাকাপয়সা সুখ কিনতে পারে। এবার, টুইঙ্কেল এবং ভিকি রাজি হন এবং গ্রিন জোনে পা রেখেছিলেন, তবে কাজল রাজি হননি।
তার মতে, ‘আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, এটি আসলে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। এটি আপনাকে সুখের আসল ধারণার প্রতি মনোযোগ হারিয়ে দেয়।’



























