শনিবার ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ১২ নভেম্বর ২০২৫

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
ছবি: সংগৃহীত

টলিপাড়ার অন্যতম আবেদনময়ী ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন সম্পূর্ণভাবে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত তিনি। একাধিক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে ভাবার সময় তার নেই—ক্যারিয়ারই এখন তার প্রথম অগ্রাধিকার।

তবে জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন দারুণভাবে চললেও, একজন মানুষকে ছাড়া তিনি এক মুহূর্তও থাকতে পারেন না। তিনি হলেন মিমির সহকারী বুল্টি —যিনি নায়িকার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

বুল্টি যেন মিমির ছায়াসঙ্গী। মিমির অনুপস্থিতিতে তার প্রিয় পোষ্যদের যত্ন নেওয়া, পছন্দের খাবার রান্না করা, এমনকি কঠোর ডায়েটের খেয়াল রাখা—সব দায়িত্বই সামলান তিনি। বলা চলে, মিমির জীবনের প্রতিটি পরিপাটি মুহূর্তের পেছনে রয়েছে বুল্টির নিবেদিত সেবা ও ভালোবাসা।

গত মঙ্গলবার ছিল সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে বুল্টির উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন মিমি।

তিনি লিখেছেন, “ভাগ্যিস তুই ছিলিস! আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু—আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।”

মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন উদযাপনও করেছেন মিমি। সেই আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। বুল্টিও নিজের প্রোফাইলে প্রকাশ করেছেন জন্মদিনের সেই বিশেষ মুহূর্তগুলোর ঝলক—যেখানে ফুটে উঠেছে তাদের গভীর বন্ধন ও আন্তরিক ভালোবাসা।

জনপ্রিয়