বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ২০ জানুয়ারি ২০২৬

পরীকে দেখে দর্শক মুগ্ধ হয়ে যায় : চঞ্চল চৌধুরী

পরীকে দেখে দর্শক মুগ্ধ হয়ে যায় : চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের জন্য এক আনন্দঘন খবর—প্রথমবারের মতো একই ছবিতে অভিনয় করতে চলেছেন দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত হয়ে একই নামের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা লীসা গাজী। এই ছবিতেই বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই বহুল আলোচিত জুটিকে।

সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে ছবিটির মহরত অনুষ্ঠান। সেখানেই সহশিল্পী পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা অকপটে প্রকাশ করেন চঞ্চল চৌধুরী।

পরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, “স্ক্রিনে পরীমণির যে উপস্থিতি, দর্শক প্রথম দেখাতেই তার চেহারা ও অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে যায়—এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্যই নয়, অভিনয়ের দারুণ সক্ষমতাও ওর রয়েছে। আমার মনে হয়, নির্মাতাদের উচিত সেই অভিনয়শক্তিকে আরও গভীরভাবে কাজে লাগানো। পরীমণিকে নতুনভাবে এক্সপ্লোর করার অনেক সুযোগ আছে।”

অন্যদিকে, পর্দার বাইরের কিছু মজার মুহূর্ত শেয়ার করে অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলেন পরীমণি। হাসিমুখে তিনি বলেন,
“ভাইয়া (চঞ্চল চৌধুরী) পাশে থাকলে কী বলবো বুঝে পাই না। আজ লিফটে আসতে আসতে হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম—ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি!”

পরীর এই খুনসুটির জবাবে মজা করে নিজেকেই ‘বুড়ো’ বলে স্বীকার করেন চঞ্চল চৌধুরী। পরীমণি আরও যোগ করেন, “টিনএজ সময়টা তো আমরা সবাই পেছনে ফেলে এসেছি। মনে হয় মনের ভেতরে এখনও সেই টিনএজ ভাবটা আছে, কিন্তু বয়স তো আর থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। আমি চাই, আমাদের এই কাজটা খুব ভালো হোক এবং দর্শক মন থেকে গ্রহণ করুক।”

সব মিলিয়ে, ‘শাস্তি’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। দুই শক্তিশালী অভিনয়শিল্পীর প্রথমবারের এই জুটি বড় পর্দায় কী চমক দেখায়—সেদিকেই এখন তাকিয়ে আছে সিনেমাপ্রেমীরা।