বিয়ের কোনো পরিকল্পনা নেই : সুনেরাহ
চকচকে পর্দার আড়ালের গল্প জানতে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। কে কবে প্রেমে পড়লেন, আর কার বিয়ের ঘণ্টা কখন বাজবে—এসব প্রশ্নে শোবিজ অঙ্গন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক এমনই এক কৌতূহলের মুখে পড়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়ের আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি আর উচ্ছ্বাসে ভরপুর দেখা গেছে সুনেরাহকে। বন্ধুদের আনন্দে মেতে উঠলেও নিজের বিয়ের প্রসঙ্গে আপাতত নীরবই থাকতে চান এই অভিনেত্রী।
এ বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট অবস্থান জানান সুনেরাহ। কবে বিয়ে করছেন—এমন প্রশ্নের উত্তরে হাসিমুখে তিনি বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আপাতত আমার নেই। যেটা নিয়ে এখনো ভাবনাই শুরু করিনি, সেটা নিয়ে বানিয়ে কী বলব?’
বন্ধুদের বিয়েতে এতটা সরব উপস্থিতি নিয়ে অভিনেত্রীর বক্তব্য, তিনি সবসময় কাছের মানুষদের সুখের মুহূর্তে পাশে থাকতে ভালোবাসেন। তার ভাষায়, ‘আমার কাছের মানুষদের খুশি দেখতে আমার খুব ভালো লাগে। পরিবার বা বন্ধুদের যেকোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার জন্য আনন্দের।’
বর্তমানে সুনেরাহ পুরো মনোযোগ দিচ্ছেন নিজের অভিনয় ও ক্যারিয়ারে। এই মুহূর্তে সংসারী হওয়ার কোনো ভাবনা তার মাথায় ঘোরাফেরা করছে না বলেই জানালেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রীর বার্তা একটাই— সময় এলেই সব জানা যাবে। আপাতত কাজ দিয়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চান এই গ্ল্যামার কন্যা।



























