শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:১২, ২২ জানুয়ারি ২০২৬

শুটিং সেটে অসুস্থ অভিনেত্রী, ভর্তি হাসপাতালে

শুটিং সেটে অসুস্থ অভিনেত্রী, ভর্তি হাসপাতালে
ছবি: সংগৃহীত

হঠাৎ শুটিংয়ের মাঝেই শারীরিক অসুস্থতায় ভেঙে পড়েন ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রণিতা দাস। দ্রুত পরিস্থিতি সামাল দিতে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যা নিয়ে অনুরাগীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়।

অভিনেত্রীর অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা-পরিচালক সৌপ্তিক চক্রবর্তী। তিনি জানান, বিষয়টি গুরুতর কিছু নয়, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই রণিতাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, রণিতার শারীরিক অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে। রুটিন স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং আপাতত তার অবস্থা আশঙ্কাজনক নয়। সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা শেষ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

বর্তমানে টিআরপি তালিকায় ভালো অবস্থানে থাকা জনপ্রিয় ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’–তে অভিনয় করছেন রণিতা দাস। এই ধারাবাহিকের শুটিং চলাকালীনই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

তবে এই ঘটনার পর অভিনেত্রী ঠিক কতদিন শুটিং থেকে বিরতি নেবেন কিংবা কবে আবার শুটিং ফ্লোরে ফিরবেন—সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।