বিশ্বমানের ডেন্টাল প্রযুক্তির নতুন অধ্যায় পিনাকল হেলথ কেয়ারে
দাঁতের চিকিৎসায় পিনাকল হেলথ কেয়ার এর ডেন্টাল ইউনিটের নতুন সংযোজন। দাঁতের যে কোন সার্জিক্যাল চিকিৎসায় রক্তপাতবিহীন ও মিনিমাল টিস্যু লস এর মাধ্যমে চিকিৎসার জন্য পিনাকল হেলথ কেয়ার এর ডেন্টাল ইউনিটের নতুন সংযোজন Electrocauterty Unit by Denjoy।
বাংলাদেশের ডেন্টাল ডাক্তারদের মধ্যে অন্যতম বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডা: আশরাফুজামান মোমিন জানান রাশেদ নিজাম এর TeethTech Dental Supply আমাদের সাথে এক হয়ে কাজ করছে তাঁরা এমন এক মডার্ন ইক্যুইপমেন্ট আমাদের কাছে পৌছে দিয়েছে যার জন্য আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে চিকিৎসা করাতে পারব।
রাশেদ নিজাম এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেটা, সেটা হলো কম দামে ভালো মানের বাজারের সেরা প্রোডাক্ট বিক্রি করা।তবে টিথ টেক অনন্য অন্য জায়গায় সেটা হলো তাদের আফটার সেল সার্ভিস। এখন পর্যন্ত আমাদের পিনাকলের আমার চেম্বারেই সকল আধুনিক ইন্সট্রুমেন্টই রাশেস নিজাম দিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন তাদের প্রত্যেকটা প্রোডাক্ট ই অসাধারন। তিনি সকল ডেন্টাল সার্জনদের জন্য যে কোন ডেন্টাল ইক্যুইপমেন্ট এর জন্য রাশেদ নিজাম এর টিথ টেক নেয়ার পরামর্শ দেন।পাশাপাশি সকল প্রকার দাঁতের সমস্যা, অপারেশন কাজের জন্য আশকোনার পিনাকল ডেন্টাল কে বেছে নিতে বলেন।যোগাযোগ পিনাকল ডেন্টাল আশকোনা এখানে পাবেন বিশ্বস্ত টিম, বিশ্বমানের ল্যাব পাশাপাশি
স্বাস্থ্য পরীক্ষার জন্য আর ল্যাব।
Pinnacle Health Care নিয়ে এসেছে Home Sample Collection Service— অভিজ্ঞ টেকনোলজিস্টের মাধ্যমে নিরাপদ ও নির্ভুল স্যাম্পল সংগ্রহ, আপনার নিজের ঘরে বসেই।
CAP Accredited Lab আধুনিক ও আন্তর্জাতিক মানের ল্যাব সুবিধা অভিজ্ঞ ও প্রশিক্ষিত মেডিকেল টিম
নির্ভুল রিপোর্ট ও দ্রুত সার্ভিস সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যাম্পল কালেকশন রক্ত পরীক্ষা, ডায়াগনস্টিক টেস্টসহ প্রয়োজনীয় সব ল্যাব সার্ভিস এখন হাতের নাগালে।
স্যাম্পল হোম কালেকশনের জন্য কল করুন:
+880 1776-735484 ঠিকানা:
৪র্থ তলা (লিফটের-৩)
হাজী কমর উদ্দিন টাওয়ার (হাজিক্যাম্প)
আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০



























