বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যান্য দেশগুলো হলো— আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান ও লেবানন।
গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন আদেশ না আসা পর্যন্ত উল্লিখিত দেশগুলোর নাগরিকদের জন্য বাণিজ্যিক, ওয়ার্ক, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে।
তবে ভিসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। তাই এখনো স্পষ্ট নয় কেন বাংলাদেশসহ এই ৯ দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এ প্রসঙ্গে ইউএই’র ভিসা সম্পর্কিত অনলাইন পোর্টাল ইউএই ভিসা অনলাইন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হলে কিংবা কোনো দেশের সঙ্গে ভূ-রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে আমিরাত সরকার ওই দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এছাড়াও অন্যান্য বিভিন্ন কারণও থাকতে পারে।
বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক নাগরিক ভ্রমণ, ব্যবসা ও চাকরির উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাতায়াত করেন। তাই এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে দেখা দিয়েছে।