শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যান্য দেশগুলো হলো— আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান ও লেবানন।

গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন আদেশ না আসা পর্যন্ত উল্লিখিত দেশগুলোর নাগরিকদের জন্য বাণিজ্যিক, ওয়ার্ক, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে।

তবে ভিসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। তাই এখনো স্পষ্ট নয় কেন বাংলাদেশসহ এই ৯ দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এ প্রসঙ্গে ইউএই’র ভিসা সম্পর্কিত অনলাইন পোর্টাল ইউএই ভিসা অনলাইন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হলে কিংবা কোনো দেশের সঙ্গে ভূ-রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে আমিরাত সরকার ওই দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এছাড়াও অন্যান্য বিভিন্ন কারণও থাকতে পারে।

বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক নাগরিক ভ্রমণ, ব্যবসা ও চাকরির উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাতায়াত করেন। তাই এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে দেখা দিয়েছে।