মালয়েশিয়ায় বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার পাঁচ দিনের এশিয়া সফরের প্রথম দিন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয় শিল্পীরা, নেচে-গেয়ে। সংবর্ধনার এক মুহূর্তে ট্রাম্পও শিল্পীদের সঙ্গে নাচে অংশ নেন, যা অনলাইনে তুমুল ভাইরাল হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানবন্দর অবতরণ করে। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লালগালিচা সংবর্ধনা দেন।
ফক্স নিউজের 'এক্স'-এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে নামার পর ট্রাম্প প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন। এরপর তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় পাশে অপেক্ষারত শিল্পীদের নাচে অংশ নেন। মুষ্টিবদ্ধ হাত ও শরীর দুলিয়ে নাচে অংশ নেওয়া ট্রাম্পের এই মুহূর্ত উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।
ট্রাম্পের মালয়েশিয়া সফরের মূল উদ্দেশ্য দুটি বড় আয়োজন: প্রথমটি হলো দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট (আসিয়ান) শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া, আর দ্বিতীয়টি হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শত বছরের পুরোনো বৈরিতার অবসান ঘটাতে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। উল্লেখ্য, গত মে মাসে এই দুই দেশ প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল।
মালয়েশিয়া সফরের পর ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়ায় সফর করবেন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম এবং সবচেয়ে দীর্ঘ এশিয়ান সফর। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, ট্রাম্প দেশটির সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট।



























