হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। গত বুধবারের আগুনের পর এখনও বহু মানুষ নিখোঁজ। শুক্রবার দমকল কর্মীরা বহুতল কমপ্লেক্সের শেষ ফ্ল্যাটগুলোতে তল্লাশি চালাচ্ছে।
প্রায় দুই হাজার ইউনিটের ওই কমপ্লেক্সে ৩৬ ঘণ্টার বেশি সময় পর চারটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৫০ জনের বেশি হাসপাতালে—১২ জনের অবস্থা গুরুতর, ২৮ জন আশঙ্কাজনক। নিখোঁজের সঠিক সংখ্যা এখনো প্রকাশ হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের প্রচেষ্টা ধীর মনে হচ্ছিল। যদিও আগুনের তীব্রতা এখন অনেকটাই কমে এসেছে, ভবনের ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।
কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সংস্কারকাজে ব্যবহৃত বাঁশের মাচা ও প্লাস্টিকের জালের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অবহেলার কারণে ফোম প্যাকেজিং ফেলে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



























