বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ২ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে বিএনপি পাবে ৩০% ভোট, জামায়াত ২৬%: মার্কিন সংস্থার জরিপ

নির্বাচনে বিএনপি পাবে ৩০% ভোট, জামায়াত ২৬%: মার্কিন সংস্থার জরিপ
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে ভোটারদের মধ্যে ৩০ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে পারেন।

এই তথ্য এসেছে মার্কিন অর্থায়নে পরিচালিত একটি জরিপ থেকে। গবেষণাটি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) দ্বারা পরিচালিত হয়েছে, যা রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ একটি অলাভজনক সংস্থা।

জরিপের ফলাফলে দেখা যায়, প্রধান দুই দলের মধ্যে সমর্থনের ব্যবধান মাত্র ৪ শতাংশ।

একই সময়ে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬ শতাংশ ভোট পেতে পারে, জাতীয় পার্টি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ ভোটের আশা রাখছে। অন্য দলগুলোর জন্য ভোট দিতে পারেন ৮ শতাংশ ভোটার।

জরিপটি পরিচালিত হয়েছে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ (CAPI) পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মোট ৪,৯৮৫ জন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নমুনা সংগ্রহ হয়েছে বাংলাদেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায়; রাঙামাটি জেলার তথ্য জরিপে অন্তর্ভুক্ত করা হয়নি।

জরিপের আস্থা স্তর ৯৫ শতাংশ এবং ফলাফলে ১.৪ শতাংশের তারতম্য থাকতে পারে।

বিশ্লেষকেরা মনে করছেন, সমর্থনের ব্যবধান ছোট হওয়ায় ছোট দলগুলো নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষত এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন যে কোনো দলের সঙ্গে জোটে আসতে পারলে নির্বাচনের সমীকরণ বদলে যেতে পারে।

তবে ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট সিস্টেমে (যা বেশি ভোট পাবে সে জিতবে) ভোটের শতকরা ভাগ কাছাকাছি হলেও নির্দিষ্ট দলটি নির্বাচনে বেশি আসন পেতে পারে।

জনপ্রিয়