বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বাসস

প্রকাশিত: ১৯:৩৪, ২ ডিসেম্বর ২০২৫

ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি চমৎকার : চিকিৎসক

ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি চমৎকার : চিকিৎসক
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হৃৎযন্ত্রসহ স্বাস্থ্য পরিস্থিতি ‘চমৎকার’ বলে গতকাল সোমবার জানিয়েছেন তার চিকিৎসক শন বারবাবেলা। যা তার এমআরআইসহ অন্যান্য পরীক্ষায় প্রমাণিত হয়েছে বলে জানান বারবাবেলা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুনভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জুনে ৮০ বছর বয়সী রিপাবলিকান বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্যের বিষয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখোমুখি হয়ে আসছেন। গত ১০ অক্টোবর হঠাৎ ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যা সাধারণ বাৎসরিক পরীক্ষার বাইরে। এই চেকআপের পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
 
ট্রাম্পের চিকিৎসক শন বারবাবেলা বলেন, এই উন্নত ইমেজিং সম্পূর্ণভাবে প্রতিরোধমূলক ছিল, যা সমস্যাগুলো প্রথম পর্যায়ে শনাক্ত করা, সামগ্রিক স্বাস্থ্য নিশ্চিত করা, এবং তার দীর্ঘমেয়াদী প্রাণশক্তি বজায় রাখার জন্য করা হয়েছে।

বারবাবেলা বলেন, ‘সামগ্রিকভাবে তার হৃদযন্ত্রের অবস্থা চমৎকার। তার পেটের ইমেজিংও পুরোপুরি স্বাভাবিক। তার সব প্রধান অঙ্গগুলো খুবই সুস্থ এবং ভালোভাবে রক্তসঞ্চারিত হচ্ছে।

জনপ্রিয়