বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬

তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ প্রাণহানি

তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ প্রাণহানি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তুষারঝড় ও তীব্র শীতের কারণে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতদের মধ্যে কেউ কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, অন্যরা হাইপোথার্মিয়ার শিকার হয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শুধুমাত্র গত ২ দিনে তার শহরে ৫ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরকানসাস, কানসাস, ম্যাসাচুসেটস, টেনেসিসসহ বিভিন্ন অঙ্গরাজ্য এই বিপর্যয়ের প্রভাব অনুভব করছে। দেশটির দুই-তৃতীয়াংশ এলাকা বর্তমানে ঘন তুষারের আচ্ছাদনে ঢেকে গেছে।

উত্তর মেরু থেকে আসা হিমেল বাতাসের কারণে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ২০ কোটিরও বেশি মানুষের জন্য ‘কোল্ড অ্যালার্ট’ জারি করেছে।

ঝড়ো আবহাওয়া ও তীব্র ঠাণ্ডার কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোও অচল হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ডট কমের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটির ছয় লাখ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জনগণকে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। গত রোববার ১৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, সোমবারও ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা মহামারির পর এত বড় ফ্লাইট বাতিলের ঘটনা যুক্তরাষ্ট্রে প্রথমবার দেখা গেল।

সূত্র: এপি, দ্য গার্ডিয়ান