জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির প্রচার বিভাগ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানায়, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।



























