বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ২৮ জানুয়ারি ২০২৬

চার বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৮ লাখের বেশি সেনা নিহত

চার বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৮ লাখের বেশি সেনা নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গত প্রায় চার বছরে দুই দেশের মিলিয়ে ১৮ লাখেরও বেশি সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন। মার্কিন থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তুলনায় রাশিয়ার সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। মোট হতাহত ১৮ লক্ষাধিক সেনার মধ্যে প্রায় ১২ লাখই রুশ বাহিনীর সদস্য। এদের মধ্যে তিন লাখ ২৫ হাজারের কিছু বেশি সেনা নিহত হয়েছেন। বাকিদের বড় অংশ আহত এবং কয়েক হাজার সেনা এখনো নিখোঁজ রয়েছেন।

রুশ বাহিনীর এই বিপুল ক্ষয়ক্ষতি প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় সামরিক শক্তির সেনাবাহিনী বিশ্বের কোনো যুদ্ধে এত বেশি হতাহত হয়নি।

তবে ইউক্রেনের ক্ষতিও কম নয়। গত চার বছরে ইউক্রেনের প্রায় ছয় লাখের বেশি সেনা হতাহত ও নিখোঁজ হয়েছেন। সিএসআইএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর এক লাখ থেকে এক লাখ ৪০ হাজার সেনা নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ চলমান থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের বসন্ত নাগাদ রাশিয়া ও ইউক্রেনের মোট হতাহত সেনার সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি বাস্তবায়ন না হওয়া এবং ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের প্রচেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলমান রয়েছে।