জামায়াত-এনসিপি ক্ষমতায় আসতে পারবে না : মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে জামায়াত ও এনসিপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি বলেন, “মিনিমাম ৯০% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে, করতেছেও। কিন্তু প্রশাসনে জামায়াত এগিয়ে আছে। প্রশাসনে জামায়াত ও বিএনপি সমান সমান, আর এনসিপি ওপরে থেকে বাড়ছে—তদবির করে, বিভিন্ন পোস্ট দখল করে।”
তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে জামায়াত বা এনসিপি সচিবালয়ে গিয়ে প্রভাব খাটাতে পারবে না। “এখন যে মজা তারা পাচ্ছে, তখন সেটা পাবে না,” মন্তব্য করেন মাসুদ কামাল। তার মতে, এনসিপির মূল ভরসা ড. মুহাম্মদ ইউনূস এখন ফেব্রুয়ারির নির্বাচনের আগে হতাশায় আচ্ছন্ন।
মাসুদ কামাল অভিযোগ করেন, সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে না পারলেও এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে অবাধে প্রবেশ করে। “ওরা ভেতরে কী করে, যাতে কেউ প্রকাশ না করে—এ জন্যই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে,” বলেন তিনি।
তিনি মনে করেন, বাংলাদেশের জনগণ এখনো জামায়াত বা এনসিপিকে ভোট দেওয়ার মতো মানসিক অবস্থায় আসেনি। তবুও এ দলগুলো নানা উপায়ে “ক্ষমতার স্বাদ” নিচ্ছে। “অনেক জায়গায় প্রভাব খাটাচ্ছে জামায়াত ও এনসিপি। না হলে যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা পেত না,” বলেন মাসুদ কামাল।
তিনি সতর্ক করে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামায়াত-সমর্থিত ব্যক্তিরা থাকলেও নতুন সরকার এলে এসব পরিবর্তন হবে। “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও মার্চে থাকবেন না—এটা রিয়ালিটি,” মন্তব্য করেন তিনি।
মাসুদ কামালের মতে, বর্তমানে বিএনপি, জামায়াত ও এনসিপি—তিন দলই কোনো না কোনোভাবে ক্ষমতার স্বাদ নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বদলে গেলে এ সুবিধা আর থাকবে না।