মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি স্যাটেলাইট টিভি চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে লাইভ প্রচারের সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, তরিকুল শিবলী কার্জন হলে ডাকসু নির্বাচন কাভার করছিলেন। হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢামেকে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকের বরাতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাংবাদিক তরিকুল শিবলী কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামের এ কে এম শাহিদুল্লাহর ছেলে।

সম্পর্কিত বিষয়: