চার বছর পর পর প্রকাশিত হয় ফ্রান্সের বিশেষ রম্য সংবাদপত্র

বিশ্বজুড়ে দৈনিক, সাপ্তাহিক, মাসিকসহ নানা ধরনের সংবাদপত্র ও ম্যাগাজিন পাওয়া গেলেও ফ্রান্সে রয়েছে একেবারেই ব্যতিক্রমী এক পত্রিকা। এর নাম লা বুজি দি স্যাপর (La Bougie du Sapeur)। চার বছর পর পর, শুধু লিপ ইয়ারের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয় এই রম্যধর্মী ট্যাবলয়েড।
১৯৮০ সালে প্যারিস থেকে যাত্রা শুরু করে এটি। এর প্রতিষ্ঠাতা দুই বন্ধু—পলিটেকনিশিয়ান জ্যাক ডি বুইসন ও প্রেস বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান বেলি। ৪৩ বছরে পত্রিকাটির মাত্র ১২টি সংখ্যা বের হয়েছে।
২০ পৃষ্ঠার এই সংবাদপত্রে থাকে রাজনীতি, খেলাধুলা, আন্তর্জাতিক ঘটনা, শিল্প-সংস্কৃতি, ধাঁধা থেকে শুরু করে তারকাদের আলাপচারিতা পর্যন্ত। তবে সব প্রতিবেদনই পরিবেশিত হয় রম্য ভঙ্গিতে। সম্পাদক জিন ডি ইন্ডির ভাষায়, “আমরা বোকা সাজার চেষ্টা করি, কিন্তু রূঢ় হই না। মূলত আমরা মজা করি, তবে সেটা কারও প্রতি নিষ্ঠুর না হয়ে।”
২০২৪ সালের সংখ্যায় মূল প্রতিবেদনের শিরোনাম ছিল—“সকলেই আমরা বুদ্ধিমান হবো”। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে মানুষের পরীক্ষা ও মেধা যাচাইয়ের প্রচলিত পদ্ধতিকে বদলে দিচ্ছে, সে বিষয় আলোচিত হয়েছে। আরেকটি আলোচিত প্রতিবেদন ছিল—“নারী হওয়ার আগে পুরুষের যা জানা দরকার”—যেখানে লিঙ্গ পরিবর্তন করা নারীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
মাত্র ৪.৯০ ইউরো দামের এই সংবাদপত্রের প্রচার সংখ্যা এখন প্রায় দুই লাখ। প্রথম সংখ্যা প্রকাশের পর মাত্র দুই দিনেই সব কপি বিক্রি হয়ে গিয়েছিল।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই পত্রিকা অনলাইনে প্রকাশিত হয় না। কেবল ফ্রান্সের হকার, নিউজ এজেন্ট ও পত্রিকা বিক্রির বুথগুলোতেই এটি পাওয়া যায়।
সূত্র: বিবিসি