রোববার ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:৩৮, ৮ আগস্ট ২০২৫

দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে : মঞ্জুরুল আলম পান্না

দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে : মঞ্জুরুল আলম পান্না
সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

 

দুদকের মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তারের ঘটনায় সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

 

মঞ্জুরুল আলম পান্না বলেন, “ড. কলিমউল্লাহ ক্রমাগতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। এ কারণে কি তাকে গ্রেপ্তার করা হয়েছে—সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার গ্রেপ্তার হয়েছে বলে দেশের মানুষ মনে করছে। আওয়ামী লীগ সরকারের শেষ দিকেও ড. কলিমউল্লাহ সরকারবিরোধী নানা বক্তব্য দিয়েছেন। সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সরব ছিলেন, তিনি তাদের একজন।”

তিনি অভিযোগ করে বলেন, “দুদকের ক্ষমতা অসীম। কিন্তু এই ক্ষমতা কি সবার বিরুদ্ধে সমানভাবে প্রয়োগ হয়? নিশ্চয়ই না। বাস্তবে দেখা যায়, ক্ষমতাসীনদের সুবিধার্থে বিরোধী দলের নেতাকর্মীদের নাজেহাল করতে দুদককে ব্যবহার করা হয়। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন তারা দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগায়।”

 

পান্না আরও বলেন, “বর্তমান সরকারের নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা সেটি থাকতে পারছে না। তারা রাজনৈতিক প্রতিপক্ষের মতো আচরণ করছে—যা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পর্যন্ত উল্লেখ করেছে।”

সম্পর্কিত বিষয়: