ড. ইউনূস যে এত ব্যর্থ হবেন আগে বুঝতে পারিনি : গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, আগে তার ধারণা ছিল অন্তর্বর্তী সরকার তিন-চার বছরের আগে নির্বাচন দেবে না। কিন্তু এখন তার সন্দেহ হচ্ছে, এই সরকার তিন-চার বছর টিকতে পারবে কি না।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, “ড. ইউনূস পশ্চিমা বিশ্বে চলেছেন, সেখানের অনেক সংস্কৃতি দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন যেগুলো তিনি এখানে বাস্তবায়ন করতে চাইবেন। কিন্তু তিনি যে এতটা ব্যর্থ হবেন, তা আমি বুঝতে পারিনি।”
গোলাম মাওলা রনি বলেন, “আমরা পড়েছি— রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশে এর চেয়ে খারাপ অবস্থা তৈরি হয়েছে। শাহবাগ বন্ধ, ড. ইউনূসের কোনো বক্তব্য নেই; তার বাসার সামনে ঘেরাও, কোনো প্রতিক্রিয়া নেই; এনবিআর বন্ধ, কোনো উদ্যোগ নেই। রাষ্ট্রে সর্বত্র অস্থিরতা বিরাজ করছে। কাঁঠাল বিক্রেতা থেকে রিকশাওয়ালা, কোম্পানির মালিক থেকে সরকারি কর্মকর্তা, পুলিশ কনস্টেবল থেকে আইজি— সবার মধ্যে নিরাপত্তাহীনতা ও ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক কাজ করছে। মবের আতঙ্ক তাড়া করছে প্রতিটি মানুষকে।”
তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম মব হয়তো বন্ধ বা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু সম্প্রতি কয়েকটি থানায় হামলা হলো, খুলনার মতো শহরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে তালা দেওয়া হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, যিনি দেশের নামকরা অধ্যাপকদের একজন, তাকেও অপমানিত ও লাঞ্ছিত করা হয়েছে। এতে মনে হয়েছে, ১০ মাস আগের চেয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।”
ড. ইউনূসের নেতৃত্ব প্রসঙ্গে সাবেক এই সংসদ সদস্য বলেন, “গত ১০ মাসে তার যে অভিজ্ঞতা, নির্ভরযোগ্যতা ও পেশাদার রাষ্ট্র পরিচালনার দক্ষতা প্রদর্শন করা উচিত ছিল, তিনি এলোমেলো করে ফেলেছেন। এখন তিনি কী বলছেন, নিজেও হয়তো জানেন না। আমি এখন পর্যন্ত তার একটি কথাও বুঝতে পারিনি।”