বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় বৃষ্টি হতে পারে

ঢাকায় বৃষ্টি হতে পারে
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এর আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে।

রাজধানীতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত বিষয়: