শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৮ নভেম্বর ২০২৫

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, বরখাস্ত আনসার সদস্য

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, বরখাস্ত আনসার সদস্য
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত এক আনসার সদস্যের দেহ তল্লাশিতে তাঁর কাছে ১৫টি চোরাই মোবাইল ফোন পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলামকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।

জানা যায়, গত বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট শিফটে বিমানবন্দরের কার্গো ভিলেজের পোড়া ভবন এলাকায় দায়িত্বে ছিলেন জেনারুল। ওই সময় গোয়েন্দা সদস্যরা তাঁর দেহ তল্লাশি করে জুতা ও মোজার ভেতর লুকিয়ে রাখা ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পোড়া মালপত্রের ভেতর থেকে বাটন ফোনসহ বিভিন্ন মোবাইল সংগ্রহ করে সেগুলো পাচারের উদ্দেশ্যে তিনি চেষ্টা করছিলেন।

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনের আড়ালে যাত্রীদের মালপত্র পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। সম্প্রতি কার্গো ভিলেজে লাগা বড় ধরনের অগ্নিকাণ্ডে শত শত কোটি টাকার মালপত্র পুড়ে যাওয়ার পর ওই এলাকায় নিরাপত্তা দায়িত্বে ছিলেন আনসার ও অন্যান্য নিরাপত্তা সদস্যরা। এর মধ্যেই কার্গো ভিলেজের ভল্ট ভাঙার ঘটনাও ঘটে।

ঘটনার সময় জেনারুল ইসলামকে ঘটনাস্থলেই আটক করে জিজ্ঞাসাবাদের পর তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

জনপ্রিয়