শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ৮ নভেম্বর ২০২৫

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে, সেটিই বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত জনগণই নেবে, তারা যা চায় সেটাই বাস্তবায়িত হবে। তার মতে, খুব শিগগিরই জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করে দেশ নির্বাচনমুখী হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে গণ-অভ্যুত্থানের অংশীদারদের অংশগ্রহণে। তিনি মনে করেন, সেই সংসদেই সংস্কার পরিষদ গঠিত হবে, যা নতুন সংবিধান প্রণয়নে কাজ করবে। এই প্রক্রিয়ায় শিক্ষক সমাজের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আসন্ন সংসদ ও সংস্কার পরিষদে তরুণ প্রজন্ম, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবীর সম্পৃক্ততার মাধ্যমে জুলাই সনদের লক্ষ্য পূরণ হবে। তার আগে ‘গণভোট’ দাবি বাস্তবায়নে জুলাই সনদের ভিত্তিতে ড. মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক দায়িত্ব দিতে হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী ঘোষণাপত্র পাঠ করেন।

জনপ্রিয়