মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ২৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : ইসি সানাউল্লাহ

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ডিসেম্বর মাসের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্ব অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপের প্রথম পর্বে ৪০টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এই নির্বাচন কমিশনার বলেন, ‘ডিসেম্বর মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এর ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা সাবমিট করতে হবে। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না পর্যবেক্ষক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘বিদেশি কেউ দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবেন না। বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের আইন-বিধিতে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে। ফ্রিল্যান্স পর্যবেক্ষক কেউ হতে পারবে না।

‘নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন এই তিনদিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করবে ইসি।’

সর্বশেষ

জনপ্রিয়