মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রাহায়ণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ২৫ নভেম্বর ২০২৫

শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে অবস্থান: দেশীয় দুই কোম্পানির বিরুদ্ধে ‘মিথ্যা প্রোপাগান্ডা’

শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে অবস্থান: দেশীয় দুই কোম্পানির বিরুদ্ধে ‘মিথ্যা প্রোপাগান্ডা’
ছবি: সংগৃহীত

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে একদল লোককে মূল বেদির ওপর জুতা পায়ে অবস্থান করতে দেখা গেছে। সংবেদনশীল এ স্থাপনায় এমন আচরণে বিস্ময় ও ক্ষোভ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তাদের দাবি, ওই দলটি দেশীয় দুই ইলেকট্রনিক কোম্পানির বিরুদ্ধে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানোর উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। বেশির ভাগ লোককেই নেশাগ্রস্ত বা মাদকাসক্ত ভাড়াটে ব্যক্তি মনে হচ্ছিল বলে দাবি করেন আশপাশের লোকজন।

এসময় এক গণমাধ্যমকর্মী শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে অবস্থানকারীদের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন তাকে বাধা দেন। অভিযোগ রয়েছে, তারা সাংবাদিককে গালাগাল করেন, ভিডিও করা নিষেধ করেন এবং হুমকি প্রদান করেন।
সংবেদনশীল স্থানে জুতা পায়ে ওঠার কারণ জানতে চাইলে ওই দলটি উত্তেজিত প্রতিক্রিয়া দেখায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকজন শিক্ষার্থী বলেন, শহীদ মিনার প্রতিবাদের জায়গা, সাংস্কৃতিক চর্চার কেন্দ্র—এখানে বিভিন্ন সংগঠন মানববন্ধন বা আয়োজন করে থাকে। তবে মূল বেদিতে জুতা পেয়ে ওঠা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অপরাধ এবং ভাষা শহীদদের প্রতি অবমাননা।

শিক্ষার্থীরা আরও বলেন, “শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়; এটি ভাষা আন্দোলন এবং আমাদের জাতিসত্তার প্রতীক। এখানে জুতা পায়ে ওঠা শুধু নিয়ম ভঙ্গ নয়—এটা সরাসরি অপমান।” তারা দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জনপ্রিয়