পাকিস্তানে সেনা অভিযানে ২২ ভারতীয় সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় নিরাপত্তাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর অন্তত ২২ সদস্য নিহত হয়েছে।
মঙ্গলবার দেশটির সামরিক জনসংযোগ দফতর আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের ভাষ্যমতে, সোমবার ‘ফিতনা আল খারিজ’ নামে পরিচিত একটি সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়।
পাকিস্তানে সাধারণত এই নামটি টিটিপি-সংশ্লিষ্ট জঙ্গিদের ইঙ্গিত করতে ব্যবহার করা হয়।
সেনা সদস্যরা টার্গেটেড হামলা চালালে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয় এবং শেষ পর্যন্ত ২২ জন সন্ত্রাসী নিহত হয়।
এখনও এলাকাটিতে লুকিয়ে থাকা অপর জঙ্গিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
আইএসপিআর বলেছে, বিদেশি সহায়তায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে সামরিক বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তৎপরতা চলমান থাকবে।
এই অভিযানে সন্তোষ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, নিরাপত্তাবাহিনী ধারাবাহিকভাবে বড় ধরনের সাফল্য অর্জন করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুরো জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে।
এর আগের দিন পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি সদর দপ্তরে আত্মঘাতী বিস্ফোরণে তিন সদস্য নিহত ও অন্তত ১২ জন আহত হন। সরকারি বার্তা সংস্থা এপিপি জানায়, প্রাথমিক তদন্তে হামলাকারী তিনজনই আফগান নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।



























