সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ২২ ডিসেম্বর ২০২৫

পদত্যাগ করলে এখানে বসতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পদত্যাগ করলে এখানে বসতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পদত্যাগের গুঞ্জন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোজাসাপ্টা উত্তর দেন, পদত্যাগ করলে তো এখানে বসে থাকতাম না। 

সোমবার (২২ ডিসেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়াও আসন্ন নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।

আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "তারা এখন কোথায় আছে সেটি যদি সঠিকভাবে জানতাম, তবে এতক্ষণে ধরেই ফেলতাম। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। তারা দেশে থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে। তবে আমরা সঠিক সন্ধান পাওয়ার জন্য কাজ করছি।"

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ফয়সাল নামক এক ব্যক্তি। তাকেসহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়