শিল্পকলার নির্মাণ ও বিভ্রান্তি বিষয়ে শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন জবি শিক্ষকের
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫-এ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারুকলা অনুষদের ত্রিমাত্রিক শিল্প নকশা বিভাগের শিক্ষক আসফিকুর রহমান। ‘নির্মাণ এবং বিভ্রান্তি’ শিরোনামের শিল্পকর্মের জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।
এ উপলক্ষ্যে আজ রবিবার (২১ ডিসেম্বর) তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন ও নির্বাচিত শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা রেজাউদ্দিন আহমেদ।
এ বছর ৬৮১ জন নবীন শিল্পী ১৩৯৩ টি শিল্পকর্ম জমা দেন। সেখান থেকে ১৯১ জন শিল্পীর ২১৫ টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। প্রদর্শনীতে চিত্রকলা,ভাস্কর্য, প্রাচ্যকলা,কারুশিল্প, মৃৎশিল্প,আলোকচিত্র, স্থাপনাশিল্প,পারফরম্যান্স আর্ট ও নিউ মিডিয়া চারুশিল্পের সব ধরণের শিল্পকর্ম স্থান পেয়েছে। সেখানে "নির্মাণ এবং বিভ্রান্তি" শিরোনামের শিল্পকর্মের জন্য তিনি শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করেন।
এ বিষয়ে জানতে চাইলে জনাব আসফিকুর রহমান উচ্ছাস প্রকাশ করে বলেন, "আমার বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে সব সময় ভালো লাগে এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিনিধিত্ব করবো।"



























