সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২২ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়।

সোমবার (২২ ডিসেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি বড় পরীক্ষা। দৃশ্যমান পদক্ষেপ না নিলে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে। 

তিনি দাবি করেন, ওসমান হাদি ছিলেন ঢাকা-৮ আসনের গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রার্থী এবং সময়ের অন্যতম সাহসী কণ্ঠ।

হাদি হত্যার বিচার না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও তদন্ত অগ্রগতির বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

জনপ্রিয়