রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ২৮ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ফের অবরোধ করেছে ছাত্র-জনতা। 

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর পোনে ২টা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বানে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। তাদের অবস্থানের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এর আগে ইনকিলাব মঞ্চ জানায়, রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

জনপ্রিয়