হাদি হত্যায় জড়িতদের নাম দ্রুতই জনসমক্ষে প্রকাশ করা হবে: ডিএমপি কমিশনার
ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে এবং তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে ২১৮ কোটি টাকার সই করা চেক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, “এটি একটি অত্যন্ত রহস্যজনক ও সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে একটি বড় চক্র জড়িত রয়েছে। আমরা এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছি এবং খুব শিগগিরই মূল হোতাদের নাম-ঠিকানা জনসমক্ষে প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, “হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটি সায়েন্টিফিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।”
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দৃঢ় আশ্বাস দিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে যারা অর্থায়ন করেছে ও পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যেই, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।



























