রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ২৮ ডিসেম্বর ২০২৫

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান ও জাইমা রহমান

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান ও জাইমা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকেও এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হিসেবে তারেক রহমানের নাম তালিকাভুক্ত করা হয়। এর আগে শনিবার তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

শনিবার বেলা ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। ভবনটির নিচতলার একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য এনআইডি-সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

সেখানে তিনি ছবি তোলা, দশ আঙুলের ছাপ প্রদান, চোখের আইরিশ স্ক্যান এবং স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়