গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট, ৫৭ হাজার ব্যানার থাকবে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে গণভোটের প্রচার কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট ও ৫৭ হাজারের বেশি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।
শনিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে দেশব্যাপী লিফলেট বিতরণ ও ব্যানার প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, গণভোটের প্রচারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জনবহুল স্থানে ১০ ফিট বাই ৪ ফিট আকারের প্রায় ১৫ হাজার ব্যানার টানানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।
এ ছাড়া গণভোটের প্রচারের জন্য প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট বিজি প্রেসে ছাপার কাজ চলছে। আগামী ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট সারা দেশে বিতরণ শুরু হবে বলে জানান তিনি।
ইসির অনুমোদিত ব্যানার ও লিফলেটে ভোটারদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করা হয়েছে— ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ এর উত্তরে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
গণভোটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুই কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই জাতীয় সনদে ঐকমত্য হওয়া মোট ৩০টি বিষয় বাস্তবায়ন।
এ ছাড়া জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নের বিষয়টিও গণভোটে অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।



























